মোবাইল দিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন।
এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সাথে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে। চলুন জেনে নেওয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। আমাদের জানামতে এখন পর্যন্ত দেশের একমাত্র চ্যানেল হিসেবে ফিফা ফুটবল বিশ্বকাপ এর ব্রডকাস্টিং রাইটস কিনেছে টি স্পোর্টস৷ জনপ্রিয় আরেক টিভি চ্যানেল, গাজি টিভি (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বলে আশা করা যেতে পারে।
***********
এইবারের ফুটবল বিশ্বকাপ আসরে একই সময়ে একাধিক ম্যাচ পড়েছে, তাই একই সাথে চলা একাধিক ম্যাচের মধ্যে টি স্পোর্টস শুধুমাত্র হাই ভোল্টেজ ম্যাচটি দেখাবে বলে ধারনা করা যায়৷ এছাড়া স্টার স্পোর্টস এর চ্যানেলগুলোতে ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে বলে আশা করা যায়। যেহেতু স্টার স্পোর্টস এর একাধিক চ্যানেল রয়েছে তাই হয়ত একাধিক ম্যাচ একাধিক চ্যানেলে দেখা যাবে এসব চ্যানেলে।
বাংলাদেশে আপাতত শুধুমাত্র টি স্পোর্টস ফুটবল বিশ্বকাপ ২০২২ সম্প্রচার করবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। খেলার পাশাপাশি বিভিন্ন টিভি-কেন্দ্রিক শো তৈরী করবে টি স্পোর্টস, যাতে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাবেক ফুটবলারদের দেখা মিলতে পারে।














.jpg)

